Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের ইতিহাস

নাটোর জেলার নাটোর  উপজেলার মধ্যবর্তী স্থানে উপজেলার বৃহত্তম, লক্ষীপুর খোলাবাড়ীয়া  ইউনিয়ন। লক্ষপিুর খোলাবাড়ীয়া ইউনিয়নের তেমন কোন ইতিহাস জানা য়াযনি। তবে ২০০৫ সালের পূর্বে এই ইউনিয়ন পরষদটি হয়বতপুর বাজার  এর সামনে অবস্থিত ।  এই ইউনিয়নের আয়তন ১২.৭৪ বর্গ কি: মি:, জেলা পরিষদ হইতে ইউনিয়নে দূরত্ব  ৮ কি: মি:, উপজেলা পরিষদ হইতে ইউনিয়নের দূরত্ব ৮ কি: মি:, এই ইউনিয়নে মোট ১৪ গ্রাম রয়েছে, ইউনিয়নের জনসংখ্যা ৪৫,৫৫০ জন, মোট ভোটার ৩০,২০১ জন, হাট-বাজারের সংখ্যা ৬ টি, ডাকঘরের সংখ্যা ৩টি, এই ইউনিয়নের জন সাধারন সকলেই নিজেদের মধ্যে আন্তরিক।লক্ষীপুর খোলাবাড়ীয় ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক হেলেঞ্চা নদী। এই নদীতে শুষ্ক মৌসুমে পানি থাকে না। বর্ষা মৌসুমে নদীর কিছু কিছু স্থানে পানি দেখা য়ায। নদীর দুই ধারের মানুষের অবৈধ বসত বাড়ী নির্মানের কারনে এই হেলেঞ্চা নদী তার নাব্যতা দিন দিন হারিয়ে ফেলেছে। এই ইউনিয়নের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও অনেক বিশিষ্ট ব্যাক্তি বর্গ রয়েছে। এই ইউনিয়নের মধ্যে সরকারী-বেসরকারী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই ইউনয়নের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর হাওর-বিল অবস্থিত।  বাংলাদেশে দেশে এক মাত্র ঔষুধী গ্রাম এই ৪ নং লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন । এখানে নানান ধরনের গাছ গাছরার ঔষুধ পাওয়া যায়।